Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৩

ইন্সটিটিউটের সংক্ষিপ্ত পরিচিতি

বাংলাদেশের সর্বদক্ষিনের কারিগরি শিক্ষার সবচেয়ে বৃহৎ বিদ্যাপিঠ কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। ২০০৪ সালে কম্পিউটার টেকনোলজি নিয়ে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০০৫ সালে আরএসি টেকনোলজি, ২০০৬ সালে সিভিল ও ফুড টেকনোলজি চালু করা হয়।  ২০১৬ সালে ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ২০২১ সালে ইলেক্ট্রিক্যাল টেকনোলজি চালু হয়। বর্তমানে প্রতিবছর ০৫ টি টেকনোলজিতে মোট ৬০০ জন  ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।

২ একর জমির উপর স্থাপিত বিশাল অবকাঠামোর এই প্রতিষ্ঠানে প্রশাসনিক ভবন-১, একাডেমিক ভবন-২, ওয়ার্কশপ-  বিল্ডিং-২ ও অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ক্যাম্পাসে কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। জ্ঞানাহরণের জন্য পাঠ্যপুস্তক সহ বিভিন্ন পুস্তক সমৃদ্ধ একটি সুপরিসর লাইব্রেরী, একটি মসজিদ, ফুলের বাগান রয়েছে,  যা মেধা ও মননশীল মানবসম্পদ তৈরীতে সহায়ক ভূমিকা রেখে ইনস্টিটিটের শোভা ও মান ও বৃদ্ধি করছে। 

বর্তমান  বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযু্ক্তি বিষয়ক শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ  উৎপাদনের ক্ষেত্রে পলিটেকনিক শিক্ষার উপর যে বিশেষ গুরুত্ব আরোপ করেছে, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষার সেই গুরুত্ব লালন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ও স্বল্পমেয়াদী ট্রেডকোর্স এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরী করে দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে।